মানুষ ঘুমালে তার আত্মা কী করে?
আব্দুল্লাহ ইবনে আমর (রাঃ) থেকে বর্ণিত,
তিনি
বলেন, মানুষ ঘুমালে তার আত্মা আকাশে চলে যায় এবং তাকে
আল্লাহর আরশের কাছে সিজদা করার নির্দেশ দেয়া হয়।যে ব্যক্তি পবিত্র অবস্থায় ঘুমায় তার আত্মা আল্লাহর আরশের
কাছেই সিজদা দেয় এবংযে ব্যক্তি অপবিত্র ছিল তার আত্মা আরশ থেকে দূরে সিজদা দেয়।
.
মহানবী
(সাঃ) বলেছেন, যে ব্যক্তি পবিত্র অবস্থায় ঘুমায় তার
মাথার কাছে একজনফেরেশতা রাতযাপন করে এবং ঐ ব্যক্তি জাগ্রত হওয়ার পূর্ব পর্যন্ত
দোয়া করতে থাকে, “হে আল্লাহ!
তুমি তোমার এই বান্দাকে ক্ষমা করে দাও কেননা সে পবিত্র অবস্থায় রাতযাপন করছে।
.
অতএব আসুন আমরা পবিত্র অবস্থায় ঘুমাতে যাই, যাতে
আমাদের আত্মা আল্লাহর আরশের কাছেই সিজদা দিতে পারে এবং ফেরেশতা আমাদের জন্য ক্ষমা
চেয়ে আল্লাহর কাছে প্রার্থনা করতে পারে।
মানুষ ঘুমালে তার আত্মা কী করে?
Reviewed by freelanceromerfaruk
on
December 29, 2019
Rating:
Reviewed by freelanceromerfaruk
on
December 29, 2019
Rating:

No comments: