এই সেই প্রিন্সিপাল সিরাজুদ্দৌলা
চিনতে পারছেন???
এই সেই প্রিন্সিপাল
সিরাজুদ্দৌলা
মৃত্যুর
পরোয়ানা মাথায় নিয়ে হতাশাগ্রস্ত জিবন পার করছেন।
কিছুটা উপলব্ধি হচ্ছে তো?
নুসরাত কে যখন পুড়িয়ে হত্যা করেছিলেন কতটা যন্ত্রনা পেয়েছিল নুসরাত!!!!!!
নুসরাত কে যখন পুড়িয়ে হত্যা করেছিলেন কতটা যন্ত্রনা পেয়েছিল নুসরাত!!!!!!
ছবি=কুমিল্লা
কেন্দ্রীয় কারাগার থেকে তোলা!
আহারে!
মানুষ অতি অল্প সময়ের মধ্যে বিপদের পড়ে যায় এটাই হচ্ছে আল্লাহ পাকের আজাব তথা
গজব।
যারা মা-বোনদের সম্মান করতে জানে না, যারা স্কুল বা মাদ্রাসার মেয়েদেরকে উত্ত্যক্ত করতে সাহস পায় এবং নিজের মেয়ের মতোই একজন শিক্ষার্থীকে খারাপ নজরে তাকায় তারা কেমন শিক্ষক হতে পারে জাতির কাছে এটাই প্রশ্ন??
পাপ
কোনদিন কাউকে ছাড়দেয় না,
প্রকৃতি ঠিক সময় তার প্রাপ্যটা ফিরিয়ে দেয়,
হোক সেটা পাপ আর পূণ্য!
প্রকৃতি ঠিক সময় তার প্রাপ্যটা ফিরিয়ে দেয়,
হোক সেটা পাপ আর পূণ্য!
এই সেই প্রিন্সিপাল সিরাজুদ্দৌলা
Reviewed by freelanceromerfaruk
on
December 29, 2019
Rating:
Reviewed by freelanceromerfaruk
on
December 29, 2019
Rating:


No comments: