সর্ববৃহৎ শাফাআত এবং হিসাব (জীবন – মৃত্যু – জীবন: পর্ব ৬) | Bangla Islamic Reminder
ক্বিয়ামতের দিন আমরা দাঁড়িয়ে থাকব হাশরের ময়দানে, অপেক্ষা করতে থাকব বিচার প্রক্রিয়া শুরু হওয়ার জন্য। কিন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন এত ক্ষুদ্ধ হয়ে থাকবেন যে তিনি কোন কথা না বলে, চুপ থাকবেন। অপেক্ষার পালা চলতে থাকে, এবং এভাবে দাঁড়িয়ে থাকাটা অসহনীয় হয়ে পরে। গোটা মানব ও জীন জাতি একত্র হয়ে পৌছয় আদম (আঃ) এর কাছে - তিনি যেন আল্লাহ্র কাছে একটু শাফাআত করেন, একটু সুপারিশ করেন, বিচার প্রক্রিয়া শুরু করার জন্যে।
এরপর কী হয় দেখুন জীবন - মৃত্যু - জীবন সিরিজের ৬ষ্ঠ পর্বে
এখানের আমার কোন ভাই কি বিশ্বাস করবে যে, আমি এই Baseera Media এর ভিডিওগুলো দেখে সম্পূর্ণরূপে নামাজে প্রবেশ করেছি? শুনতে অবিশ্বাস্য মনে হলেও আমি “আল্লাহর কসম” খেয়ে বলছি ভাই, আমি আজ দীর্ঘ ২মাসের বেশি সময় ধরে জামাতের সহিত নামাজ পড়ছি (আলহামদুল্লিলাহ্) এবং নামাজ না পড়লে সত্যি কেমন যেন অসহ্য লাগে। উনি ও শায়েখ তামিম আল আদনানি আমাকে সম্পূর্ণ আল্লাহর দিকে ফিরিয়ে দিয়েছেন। আমি একজন Android App Programmer । Baseera Media এবং Ummah Network চ্যনেলের জন্য কোন অ্যাপের প্রয়োজন হলে আমাকে জানাবেন আমি অ্যাপ তৈরি করা থেকে শুরু করে মার্কেটপ্লেসে দিয়ে দিব এবং তার জন্য এক টাকাও নিব না (সম্পূর্ণ বিনা খরচে)। ঋণটার শস্য পরিমান শোধ করতে চাচ্ছি ভাই। আমার ফেসবুক ( fb.com/ufo01 )। দোয়া করবেন সবাই। আসসালামুয়ালাইকুম
সর্ববৃহৎ শাফাআত এবং হিসাব (জীবন – মৃত্যু – জীবন: পর্ব ৬) | Bangla Islamic Reminder
Reviewed by freelanceromerfaruk
on
December 28, 2019
Rating:
Reviewed by freelanceromerfaruk
on
December 28, 2019
Rating:
No comments: